ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফলোআপ : দর্শনা শান্তিপাড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিনের পরকীয়া ব্যাভিচারী রাজুর শাস্তির দাবিতে দর্শনাবাসী অনঢ়!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
  • / ৩৭০ বার পড়া হয়েছে

16.9 (2)নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রবাসী বন্ধুর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ায় এবং আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটকশেষে গণধোলাইয়ের শিকার দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান ও দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বহুল আলোচিত হারুন রাজুর বিচারের দাবীতে দর্শনাবাসী ঐক্যবদ্ধ হচ্ছেন। শিল্প শহর দর্শনার সচেতন মানুষেরা তার উপযুক্ত শাস্তির দাবী জানিয়ে বলেন এতদিন আমরা জেনে এসেছি সংবাদপত্র-সাংবাদিক সমাজের দর্পন ও জাতির বিবেক। আজ যখন দেখছি দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাথাভাঙ্গার মত পত্রিকার ব্যুরো প্রধানের এমন অনৈতিক জঘন্যতম কর্মকান্ড, তখন লজ্জায় ঘৃণায় বলতে ইচ্ছে করছে “হে ধরনী তুমি দ্বিধা বিভক্ত হও, আমি লজ্জা নিবারণ করি”।এই সচেতন মানুষেরা আরও বলেন হারুন রাজুর মত কুলাঙ্গার কথিত সাংবাদিককে এমন ঘটনার পর সংবাদপত্র ও প্রেসক্লাবের মত প্রতিষ্ঠানের সাথে রেখে গোটা সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করার অধিকার কারও নেই। সংশ্লিষ্ট সংবাদপত্র ও প্রেসক্লাবের উচিত হবে অনতিবিলম্বে এই ব্যাভিচারী হারুন রাজুকে সংবাদপত্র ও সাংবাদিকতা পেশা থেকে চিরতরে বিদায় করে এই পেশার পবিত্রতা রক্ষা করা। এদিকে গত সোমবারের এই ঘটনা গোটা দর্শনা জুড়ে সর্বাধিক আলোচিত বিষয়ে পরিণত হয় ও দর্শনাবাসী এই ঘটনায় সাংবাদিকতা পেশার কলঙ্ক হারুন রাজুর দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তির দাবী জানান। এদিকে এই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ফলোআপ : দর্শনা শান্তিপাড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিনের পরকীয়া ব্যাভিচারী রাজুর শাস্তির দাবিতে দর্শনাবাসী অনঢ়!

আপলোড টাইম : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬

16.9 (2)নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রবাসী বন্ধুর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ায় এবং আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটকশেষে গণধোলাইয়ের শিকার দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান ও দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বহুল আলোচিত হারুন রাজুর বিচারের দাবীতে দর্শনাবাসী ঐক্যবদ্ধ হচ্ছেন। শিল্প শহর দর্শনার সচেতন মানুষেরা তার উপযুক্ত শাস্তির দাবী জানিয়ে বলেন এতদিন আমরা জেনে এসেছি সংবাদপত্র-সাংবাদিক সমাজের দর্পন ও জাতির বিবেক। আজ যখন দেখছি দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাথাভাঙ্গার মত পত্রিকার ব্যুরো প্রধানের এমন অনৈতিক জঘন্যতম কর্মকান্ড, তখন লজ্জায় ঘৃণায় বলতে ইচ্ছে করছে “হে ধরনী তুমি দ্বিধা বিভক্ত হও, আমি লজ্জা নিবারণ করি”।এই সচেতন মানুষেরা আরও বলেন হারুন রাজুর মত কুলাঙ্গার কথিত সাংবাদিককে এমন ঘটনার পর সংবাদপত্র ও প্রেসক্লাবের মত প্রতিষ্ঠানের সাথে রেখে গোটা সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করার অধিকার কারও নেই। সংশ্লিষ্ট সংবাদপত্র ও প্রেসক্লাবের উচিত হবে অনতিবিলম্বে এই ব্যাভিচারী হারুন রাজুকে সংবাদপত্র ও সাংবাদিকতা পেশা থেকে চিরতরে বিদায় করে এই পেশার পবিত্রতা রক্ষা করা। এদিকে গত সোমবারের এই ঘটনা গোটা দর্শনা জুড়ে সর্বাধিক আলোচিত বিষয়ে পরিণত হয় ও দর্শনাবাসী এই ঘটনায় সাংবাদিকতা পেশার কলঙ্ক হারুন রাজুর দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তির দাবী জানান। এদিকে এই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর।