মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শাপলাকলি পাড়ায় এক গৃহকর্ত্রীকে কুপিয়ে : ৮ভরি গহনাসহ ২লক্ষ টাকা লুট!

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৭ ইং
জীবননগরে শাপলাকলি পাড়ায় এক গৃহকর্ত্রীকে কুপিয়ে : ৮ভরি গহনাসহ ২লক্ষ টাকা লুট!
জীবননগর অফিস: জীবননগর শাপলাকলি পাড়ায় রেজাউল ইসলামের স্ত্রী চাঁন বানু (৪০)কে নিজ বাড়িতে কুপিয়ে ৮ভরি স্বর্ণের গহনাসহ নগদ ২লক্ষ টাকা দূর্বৃত্ত্বরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে আহত গৃহকর্ত্রী চাঁন বানু। অভিযোগে আহত চাঁন বানু জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাপলাকলি পাড়ায় তার বাড়িতে ৬-৭জন অল্প বয়সের ছেলে মুখ বাঁধা অবস্থায় বাড়িতে ঢুকে আলমারির চাবি চাইলে সে চাবি দিতে অপারগতা প্রকাশ করলে তারা ধাঁরালো অস্ত্রদিয়ে এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে জোরপূর্বক আলমারির চাবি নিয়ে ভেতরে থাকা ৮ভরি স্বর্ণের গহনাসহ নগদ ২লক্ষ টাকা নিয়ে যায় দূর্বৃত্ত্বরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে জীবননগর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাহাত ইমামের সাথে কথা বললে তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৯টার সময় চাঁন বানু নামের এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন । তাতে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করা হয়েছে । তার শরীরে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি, সেখানে তদন্তের জন্য আমাদের কর্মকর্তারা গিয়েছিলেন। তবে ধারানো করা হচ্ছে এটি ডাকাতির ঘটনা নয়। এটি তাদের পারিবারিক অথবা এলাকার কোন বিষয় নিয়ে ঘটনা হতে পারে। তবে এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় শাপলাকলি পাড়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


কমেন্ট বক্স
notebook

যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর