মুজিবনগরে আমরা ‘৮৫’ এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০২:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৩৫ বার পড়া হয়েছে
মুজিবনগর থেকে মুনশী মোকাদ্দেস হোসেন: পবিত্র ঈদুল আযহার পর দিন বুধবার সকাল ৯ টার সময় মেহেরপুরের মুজিবনগর পর্যটন মটেলে এসএসসি আমরা ‘৮৫’ এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মোমিনুল হক জুয়েলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন সহ- সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সামসুল আযম, নির্বাহী সদস্য ফারুক আহমেদ রন্টু, শাহজামাল, মিঠু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহুরুল ইসলাম (বড়বাবু), ডা: রাশেদ, আহমেদ রেজা (পিকু) এবং আমরা ‘৮৫’ এর সকল সদস্যবৃন্দ। আড়াম্বরপূর্ণ এ অনুষ্ঠানে পরিবারের সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে আরো প্রাণবন্ত করেছে। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল গৃহিণীদের পিলোপাস খেলা। এ ছাড়াও বাচ্চাদের বাকেট বল নিক্ষেপ। পরে দুপুরে হেভী ভোজের পর র্যাফেল ড্র শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। সারাদিন ব্যাপী এ অনুষ্ঠানে গানে গানে মন নাচিয়ে তুলেছিল এ সংগঠনটির অন্যতম সদস্য ও অনুষ্ঠানের উপস্থাপক প্রিয় বন্ধু মিঠু। বিকেল সাড়ে পাঁচটার দিকে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরে আমরা’৮৫।