ঝিনাইদহের মহেশপুরে গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০১:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে অফিসার্স ফোরামের উদ্দোগে গত ১৫ই সেপ্টেম্বর জেলা অডিটরিয়াম, মহেশপুর সম্মেলন কক্ষে, মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি মোঃ আঃ আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল হাউজিং অথরিটি খন্দকার আক্তারুজ্জামান, ফোরামের সাধারণ সম্পাদক উপ-সচিব, প্রধান মন্ত্রীর কার্যালয়, আবুল বাসার, ফোরামের সাংগঠনিক সম্পাদক, ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল মোঃ আক্তারুজ্জামান, ঢাকাস্থ মহেশপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন, অধ্যক্ষ মহেশপুর ডিগ্রী কলেজ প্রফেসর মোঃ ওহেদুল ইসলাম প্রমূখ। এছাড়া অন্যান্যদের মধ্যেও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় জহিরুল ইসলাম, সাংবাদিক আব্দরি রহমান, ছাত্রী তামান্না রহমান প্রমূখ। অনুষ্ঠানের আলোচনা শেষে প্রধান অতিথি এমপি নবী নেওয়াজ, সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল বাসার, মহেশপুর অফিসার্স ফোরামের পক্ষ থেকে ২০১৫-২০১৬ইং শিক্ষাবর্ষের এসএসসি সমাপনীর পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩৫ জন শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ০৮ জন ছাত্র-ছাত্রী মোট ৪৩ জন গোল্ডেন প্লাস প্রাপ্ত কৃত ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্র সম্মাননা ক্রেস্ট ও একটি বই উপহার হিসাবে তুলে দেন। এছাড়াও গুণীজন হিসাবে বীরশ্রেষ্ট হামিদুর রহমানকে মরনোত্তর সম্মাননা, আনোয়ার হোসেন শিক্ষক (অবসরপ্রাপ্ত) কে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননায় ও কামরুজ্জামানকে আলোকিত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় ফোরামের পক্ষ থেকে একটি করে শাল, সম্মাননা ক্রেস্ট ও পরিচয় পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন মাঃ মোঃ আবুল কালাম আজাদ, অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন, পরিবার পরিকল্পনা অফিসার ও ফোরামের সদস্য দীপক কুমার শাহা।