শিরোনাম:
ডিঙ্গেদহ বাজারে অটো উল্টে এক বৃদ্ধা জখম
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১২:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
- / ৩৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ বাজারে একটি অটো উল্টে খবির উদ্দিন ( ৬৫) নামের এক বৃদ্ধা রক্তাক্ত জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। আহত বৃদ্ধা খবির উদ্দিন আলমডাঙ্গা উপজেলার মাঝহাট গ্রামের মুচিপাড় মৃত নইমুদ্দিনের ছেলে।
জানা গেছে, গতকাল খবির উদ্দিন নিজ বাড়ি থেকে একটি অটোযোগে জামাই বাড়ি ডিঙ্গেদহে যাচ্ছিলেন। পথিমধ্যে ডিঙ্গেদহ বাজারের অদূরে পৌছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোটি উল্টে যায়। এতে অটোতে থাকা বৃদ্ধা খবির উদ্দিন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা খবির উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
ট্যাগ :