মেহেরপুরের গাংনীতে গণিত উৎসব অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০১:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৫১৪ বার পড়া হয়েছে
গাংনী অফিস: গণিতের ভয়, করব জয়, এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে হয়ে গেল দিনব্যাপি গণিত উৎসব। আয়োজনের মধ্যে ছিলো পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান, স্পট কুইজ ও গেইম শো এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে গাংনী সরকারী ডিগ্রী কলেজে গণিত উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন । গণিত পরিবারের পরিচালক আবির শাফি বিন্দুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গণিত উৎসব উদযাপন কমিটির আহবায়ক আল আমিন আশিক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সগঠক সিরাজুল ইসলাম, গাংনী সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুর রশীদ রিজভী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, এ্যাডঃ একেএম শফিকুল আলম। আরো অতিথি ছিলেন গাংনী ডিগ্রী সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, গাংনী মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু, হারদি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সালাউদ্দীন আহম্মেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। গণিত উৎসবে মোট ৪র্শ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। তার মধ্যে প্রাইমারী, জুনিয়ার ও সেকেন্ডারী, তিনটি ক্যাটাগরিতে তিনজন প্রথম স্থান অর্জনকারীকেসহ মোট ৩১জনকে বিভিন্ন ভাবে পুরস্কৃত করা হয় গণিত পরিবারের পক্ষে থেকে। প্রাইমারীতে রিসালত মুখর, জুনিয়ারে রেজা ও সেকেন্ডারীতে আদিত্য শাফি চন্দ্র যথা ক্রমে প্রথম স্থান অর্জন করেছেন। সর্ব শেষে মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের বিএসি শিক্ষক শহিদুল হককে ও আজীবন সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয় বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজের সাবেক বিএসি শিক্ষক সামসুজোহা ও বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজির হোসেনকে।