ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চীনের দ্বিতীয় মহাকাশ স্টেশন উৎক্ষেপণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬
  • / ৪৫৩ বার পড়া হয়েছে

1473859164

প্রযুক্তি ডেস্ক: কক্ষপথে দ্বিতীয় পরীক্ষামূলক মহাকাশ স্টেশন স্থাপন করতে যাচ্ছে চীন। বৃহস্পতিবার স্থানীয় সময় ১০ টার পর গোবি মরুভূমি থেকে এটিকে উৎক্ষেপণ করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। তিয়ানগং-২ নামে এ মহাকাশ স্টেশনটি স্থাপন শেষে দুই মাস পর দুইজন নভোচারী সেখানে গিয়ে তাদের গবেষণা কাজ চালাবেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর চীন হচ্ছে তৃতীয় দেশ যারা পরীক্ষামূলকভাবে এটা স্থাপন করতে যাচ্ছে। বর্তমানে বেইজিং বিষয়টিকে তাদের জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করছে। ২০১১ সালে প্রোটোটাইপ ছোট তিয়ানগং -১ চালু করার পর তারা দ্বিতীয় এটি চালু করতে যাচ্ছে। ‘মহাকাশ ল্যাব’ হিসেবে চীন এই মনুষ্যবাহী স্টেশনটি স্থাপন করছে। ২০২০ সাল নাগাদ বেইজিং গোটা বিশ্বব্রহ্মাণ্ডে এর প্রদক্ষিণ করাতে চাচ্ছে। ‘হেভেনলি প্যালেস ২’ নামে এ মহাকাশ স্টেশনটি প্রায় ১৫ মিটার লম্বা। এর সাথে পরে যুক্ত হবে ‘শেনজু ১১’ মহাকাশযান। এরপর ‘তিয়ানজু-১’ কার্গো শিপ ‘তিয়ানগং ২’-এর সাথে যুক্ত হবে, যা জ্বালানি ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চীনের দ্বিতীয় মহাকাশ স্টেশন উৎক্ষেপণ

আপলোড টাইম : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬

1473859164

প্রযুক্তি ডেস্ক: কক্ষপথে দ্বিতীয় পরীক্ষামূলক মহাকাশ স্টেশন স্থাপন করতে যাচ্ছে চীন। বৃহস্পতিবার স্থানীয় সময় ১০ টার পর গোবি মরুভূমি থেকে এটিকে উৎক্ষেপণ করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। তিয়ানগং-২ নামে এ মহাকাশ স্টেশনটি স্থাপন শেষে দুই মাস পর দুইজন নভোচারী সেখানে গিয়ে তাদের গবেষণা কাজ চালাবেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর চীন হচ্ছে তৃতীয় দেশ যারা পরীক্ষামূলকভাবে এটা স্থাপন করতে যাচ্ছে। বর্তমানে বেইজিং বিষয়টিকে তাদের জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করছে। ২০১১ সালে প্রোটোটাইপ ছোট তিয়ানগং -১ চালু করার পর তারা দ্বিতীয় এটি চালু করতে যাচ্ছে। ‘মহাকাশ ল্যাব’ হিসেবে চীন এই মনুষ্যবাহী স্টেশনটি স্থাপন করছে। ২০২০ সাল নাগাদ বেইজিং গোটা বিশ্বব্রহ্মাণ্ডে এর প্রদক্ষিণ করাতে চাচ্ছে। ‘হেভেনলি প্যালেস ২’ নামে এ মহাকাশ স্টেশনটি প্রায় ১৫ মিটার লম্বা। এর সাথে পরে যুক্ত হবে ‘শেনজু ১১’ মহাকাশযান। এরপর ‘তিয়ানজু-১’ কার্গো শিপ ‘তিয়ানগং ২’-এর সাথে যুক্ত হবে, যা জ্বালানি ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে।