জবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বহিস্কার ১
- আপলোড টাইম : ১০:৫৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
- / ৩৬৪ বার পড়া হয়েছে
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে এক শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সাংবাদিক বিঞ্জপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসানুল হক জোবায়ের (প্রকৃতির সংবাদ পত্রিকার সাংবাদিক)-কে তানভীর চৌধূরী শাকিল নামে এক ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত রিপোর্টে মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর চৌধূরী শাকিল এর সম্পৃক্ততা পাওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গত শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগ তানভীর চৌধুরী শাকিলকে ছাত্রলীগ থেকে বহিস্কার করেন। এছাড়া একই দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান লিজনকে বহিস্কার করা হয়। এদিকে জবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর সাংবাদিক সমিতি (জাবিসাস), চবিসাস, শাবি প্রেসক্লাব, রাবি প্রেসক্লাব, বেরোবিসাস, হাবিপ্রবিসাসসহ বিভিন্ন সাংবাদিকদের সংগঠন নিন্দা প্রতিবাদ জানিয়েছে।