সরকার দরিদ্রের উন্নতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে
- আপলোড টাইম : ১০:১৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
- / ৩৩৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার মোমিনপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসাদুল হক বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩০০ জন অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই দেশের কথা ভাবেন দশের কথা ভাবেন। তিনি অসহায় ও দরিদ্রের উন্নতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বয়ষ্কভাতা, প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজ, খালেক, আনিস, মিজানুর, ববিতা, আরিছন, আলিয়াসহ মোমিনপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোমিনপুর ইউনিয়নের সচিব। এর আগে সকালে আসাদুল হক বিশ্বাস কুতুবপুর ও মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে নির্বাচনের জন্য গণসংযোগ ও পথসভা করেন।