চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পুলিশের টহল জোরদার
- আপলোড টাইম : ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
- / ৪১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি, ছিনতাই চক্র। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। প্রতি বছর ঈদ এলেই প্রতারক চক্র, মলম পাটি, চোর ও ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়ে যায়। চুয়াডাঙ্গার প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর, জেলা বাসস্ট্যান্ড, রেলওয়ে, হাসপাতাল, কোর্ট মোড়, একাডেমী মোড়সহ বিভিন্ন স্থানে নগদ অর্থসহ, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট অথবা প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এবার ও ঈদুল আযহাকে সামনে রেখে তারা শহরের বিভিন্ন স্থানে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক সাংবাদিকদের বলেন,‘ ইতোমধ্যে বাজারে চুরি ছিনতাই ঠেকাতে সাধারণ পোশাকের পুলিশসহ মহিলা পুলিশ নিয়োজিত রাখা হয়েছে। ’ঈদকে ঘিরে বিভিন্ন জেলা থেকে মানুষজন গ্রামের বাড়িতে ঈদ করার জন্য আসতে শুরু করেছে। অনেকে গভীর রাতেও একা কিংবা পরিবার পরিজন নিয়ে রাত করে তাদের গন্তব্যে ছুটে যান। তাই তাদের নিরাপত্তার জন্য চোর ও ছিনতাইকারীদের কবল থেকে বাঁচতে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।