চুয়াডাঙ্গা সোমবার , ১৩ মার্চ ২০২৩

জমকালো পার্টিতে শুভ্র প্রিয়াঙ্কা

নিউজ রুমঃ
মার্চ ১৩, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদন:

অস্কারের আগে দক্ষিণ এশীয় শিল্পীদের নিয়ে পার্টির আয়োজন করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই নিয়ে পর পর দু’বছর ‘সাউথ এশিয়ান এক্সেলেন্স’ উদযাপন পার্টির আয়োজন করলেন তিনি। তার এই পার্টিতে উপস্থিত ছিলেন দক্ষিণী তারকা রাম চরণ ও তার স্ত্রী।

ছিলেন ‘আরআরআর’ তারকা এনটিআর জুনিয়র, ‘নাটু নাটু’র গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। আরও উপস্থিত ছিলেন হলিউড অভিনেত্রী ও লেখিকা মিন্ডি কালিং, ‘ব্রিজেরটন’ খ্যাত সিমোন অ্যাশলি, পোশাকশিল্পী ট্যান ফ্রান্সের মতো তারকারা। ছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

‘জঞ্জির’ ছবির সহ-অভিনেতা রাম চরণের সঙ্গে ছবিও তোলেন প্রিয়ঙ্কা। ছবিতে ছিলেন ‘আরআরআর’ তারকার স্ত্রী উপাসনাও। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেন তিনি। পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয়ঙ্কাকে ধন্যবাদ জানান রাম চরণ ও তার স্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।