ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জেহালা ইউপির চৌকিদারের নামে টাকা আত্মসাতের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
  • / ২৯১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের চৌকিদার হাসান ইউনিয়নের বিভিন্ন মানুষকে সরকারি টিন দেওয়ার প্রলভন দেভিয়ে প্রায় ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন পরিষদের চৌকিদার মৃত মধু সর্দ্দারের ছেলে হাসান বড় পুটিমারি গ্রামের প্রতিবন্ধি খোকন আলীর স্ত্রী নুরজাহান খাতুন (২৭) এর কাছে ১ হাজার ৫ শ, একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে তায়জাল (৩৫) এর কাছে ১ হাজার টাকা, গড়গড়ি গোবিন্দপুর গ্রামের মশলেম উদ্দিনের মেয়ে রায়মন (৪০) এর কাছে ৪ শ টাকা, মুনি (২৭) ১ হাজার ৫ শ টাকা , রোয়াকুলি গ্রামের সুমনের স্ত্রীন মনছুরা খাতুন (৪০) এর কাছে ১ হাজার ২ শ টাকা সরকারি টিন দেওয়ার নাম করে আত্মসাৎ করেছে বলে ভুক্তভোগীরা এই প্রতিবেদককে অভিযোগ করে। এ ব্যাপারে সকলেই তদন্তপূর্বক উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জেহালা ইউপির চৌকিদারের নামে টাকা আত্মসাতের অভিযোগ

আপলোড টাইম : ১১:২১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬

আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের চৌকিদার হাসান ইউনিয়নের বিভিন্ন মানুষকে সরকারি টিন দেওয়ার প্রলভন দেভিয়ে প্রায় ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন পরিষদের চৌকিদার মৃত মধু সর্দ্দারের ছেলে হাসান বড় পুটিমারি গ্রামের প্রতিবন্ধি খোকন আলীর স্ত্রী নুরজাহান খাতুন (২৭) এর কাছে ১ হাজার ৫ শ, একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে তায়জাল (৩৫) এর কাছে ১ হাজার টাকা, গড়গড়ি গোবিন্দপুর গ্রামের মশলেম উদ্দিনের মেয়ে রায়মন (৪০) এর কাছে ৪ শ টাকা, মুনি (২৭) ১ হাজার ৫ শ টাকা , রোয়াকুলি গ্রামের সুমনের স্ত্রীন মনছুরা খাতুন (৪০) এর কাছে ১ হাজার ২ শ টাকা সরকারি টিন দেওয়ার নাম করে আত্মসাৎ করেছে বলে ভুক্তভোগীরা এই প্রতিবেদককে অভিযোগ করে। এ ব্যাপারে সকলেই তদন্তপূর্বক উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।