আলমডাঙ্গায় স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- আপলোড টাইম : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
- / ৪২৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে ইউ ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে রাজু এন্টারপ্রাইজের সহযোগীতায় এইচ.এস.সি এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নঘর ফাউন্ডেশন, আলমডাঙ্গা ইউনিটের পরিচালক বিশিষ্ট সাংবাদিক রহমান মুকুল। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুকবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন ইউ ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, বিশিষ্ট নাট্যকার ও নাট্য অভিনেতা বিশিষ্ট সাংবাদিক খ. হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক জামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইউ ফর অল’র প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক রাজু। প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক এমদাদ হোসেনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আরশাদুল আলম মন্টু, সাহিত্য পরিষদের সম্পাদক আ.ফ.ম. সিরাজ সামজী, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক গোলম রহমান চৌধুরী, নাট্যশিল্পি বুলবুল আহমেদ, শরিফুল ইসলাম, অভিভাবক জগলুল হায়দার, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নিশাত তাসনীম তামান্না, তৌহিদুজ্জামান রাব্বি, ইউ ফর অল’র পরিচালক খ. রাকিবুল ইসলাম রিয়েল, স্বপ্নঘর ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শরিফুল ইসলাম, রেনেটা লিঃ এর সিনিয়র অফিসার আবু তালহা বিন হায়দার, মোল্লা ফারুক এলাহী, নির্ঝর খান, ফারহানা আক্তার মুক্তা, আব্দল্লাহ, সোহাগ, ফয়সাল, টোকন, রানা প্রমূখ।