চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গাগুলোর ঈদের নামাজের সময়সূচি
- আপলোড টাইম : ১১:১৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
- / ৫৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদ-উল আযহার আনন্দ ভাগাভাগি করতে শিশু-কিশোর, ছোট-বড় ,ধনী-গরীব এক কাতারে শামিল হয়ে ঈদ উৎসব পালন করে। ঈদের জামায়াতগুলোতে এলাকার বিশিষ্টজনদের সাথে সাধারন নাগরিকরা একই কাতারে নামাজ আদায় করেন। এবারও একাধিক ঈদগা মাঠে বিশিষ্টজনেরা নামাজ আদায় করবেন। চুয়াডাঙ্গার জেলা ও উপজেলা পর্যায়ের সবকটি ঈদগাহ মাঠে ঈদ-উল আযহার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি মূলক কাজ সম্পন্ন হয়েছে। ঈদুল আযহার জামাত মঙ্গলবার বিভিন্ন ঈদগাহ গুলোতে ৭টা থেকে ১০টা মধ্যে অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওযার কারণে ঈদগাহ মাঠে ঈদের জামাত অনেক স্থানে অনুষ্ঠিত নাও হতে পারে। এসব এলাকার লোকজন নিজ নিজ জামে মসজিদে ঈদের জামাত আদায় করবেন। চুয়াডাঙ্গা সবচেয়ে বড় দুটো ঈদের জামাত গুলো সকাল ৭ থেকে সাড়ে ৮.৩০মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা শহরের ও পার্শ্ববর্তী এলাকার মুসলি¬দের সুবিধা বিবেচনা করে পবিত্র-ঈদুল আযহার নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, সদর উপজেলা পরিষদ চত্বর সাড়ে ৮টায়, ভি.জে স্কুলমাঠ সকাল ৮টায়, (চাঁদমারী মাঠ) কোর্টপাড়া চুয়াডাঙ্গা। পুলিশ লাইন সংলগ্ন ময়দানে সাড়ে ৮টায়, কারাগার সংলগ্ন ৮টায়, ভি.জে স্কুল ময়দান সাড়ে ৮টায়, বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি ঈদগা ময়দানে ৮টায়, হাটকালুগঞ্জ পুরাতন জামে মসজিদ সংলগ্ন ঈদগায় ৯টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগায় সাড়ে ৮টায়, আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে ৮টায়, চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসা প্রাঙ্গণে পৌনে ৯টায়, বুজরুকগড়গড়ি মাদরাসা প্রাঙ্গণে ৯টায়, ইসলামপাড়া গোরস্তান জামে সমজিদে সাড়ে ৮টায়, চুয়াডাঙ্গা পৌর কলেজমাঠ সংলগ্ন মাঠে ৯টায়, পলাশাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সাড়ে ৮টায়, খাদেমুল ইসলাম ঈদগায় সাড়ে ৮টায়, বেলগাছি ঈদগায় ৮টায়, রাহেলা খাতুন বালিকা স্কুলমাঠে পৌনে ৯টায়, পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায়, আল হেলাল ইসলামী একাডেমি মাঠে সাড়ে ৮টায়, নূরনগর-কলোনি জামে মসজিদ সংলগ্ন ৯টায়, নূরনগর ঈদগায় ৮টায়, বড়বাজার মসজিদে সোয়া ৮টা ১৫ মিনিটে, ওয়াবদা ঈদগায় পৌনে ৮টা ১৫ মিনিটে, বুজরুকগড়গড়ি বনানীপাড়া পৌনে ৯টায়, ভিমরুল¬াহ ঈদগায় সাড়ে ৮টায়, সাতগাড়ি ঈদগায় ৮টায়, দিগড়ি ঈদগায় সাড়ে ৮টায়, তালতলা ঈদগায় ৮টায়, সুমিরদিয়া আল আকসা ঈদগায় ৮টায়, চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে সকাল ১০টায় ও পীরগঞ্জ (ঠাকুরপুর) ঈদগা ময়দানে সকাল ৮টায় ঈদের নামাজ নির্ধারণ করা হয়েছে। বাস্তবায়ন করবে স্ব স্ব ঈদগা কমিটি। এছাড়া অন্য স্থানে অনুষ্ঠিত ঈদের নামাজ ঈদগা কমিটি নির্ধারণ করবে। ঈদের জামাত যথাসম্ভব বড় করা এবং ক্ষুদ্র জামাতগুলো একসাথে করে বড় জামাতে পরিণত করার আহ্বান জানানো হয়।
আমাদের জীবননগর প্রতিনিধি জানিয়েছে, জীবননগর উপজেলার কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদুল আযহা নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০মিনিটে নামাজ পড়াবেন মাও.আ. খালেক ,জীবননগর স্টেডিয়াম মাঠে নামাজ অনুষ্ঠিত হবে ৮.৩০মিনিটে নামাজ পড়াবেন হাফেজ ইসলামুল হক ,নারায়নপুর সরকার পাড়া ঈদগা ময়দানে সকাল ৮,৩০মিনিটে নামাজ পড়াবেন মাও.হাফেজ আ. মমিন,নতুন তেতুলিয়া ঈদগা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ৮,৩০মিনিটে নামাজ পড়াবেন মাও.মমিন উদ্দিন ,পুরাতন তেতুলিয়া ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায় নামাজ পড়াবেন মাও.শফিকুল ইসলাম ,ইসলামপুর ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে ৮.৩০মিনিটে নামাজ পড়াবেন ক্বারী মনিরুল ইসলাম ,থানা ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে ৯টায় নামাজ পড়াবেন মাও.গোলাম রাব্বানী স্যার ,চোরপুতা তেতুলিয়া ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে ৮.৩০মিনিটে নামাজ পড়াবেন মাও. ফিরোজ আহম্মেদ,খয়েরহুদা কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদেও নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০মিনিটে নামাজ পড়াবেন মাও.আবুজার আল কেফারী ,রায়পুর মাড়ান্দি ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০মিনিটে নামাজ পড়াবেন মাও. হাফিজুর রহমান,রায়পুর স্কুল মাটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০মিনিটে নামাজ পড়াবেন বাজার মসজিদেও ঈমাম,সুটিয়া ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে ৮.৩০মিনিটে নামাজ পড়াবেন মাও. আক্তরুজ্জামান ,বৈদ্যনাতপুর ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে ৮.৩০মিনিটে নামাজ পড়াবেন মাও. গোলাম মোস্তফা ,হাসাদহ জাফরা বাজপাড়া ঈদগা মাটে নামাজ অনুষ্ঠিত হবে ৮.৩০ ,হাইস্কুল মাঠে নামাজ অনুষ্ঠিত হবে ৮.৩০ মিনিটে ,মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ঈদেও নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০মিনিটে পাকা ঈদগা মাটে ঈদেও নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নামাজ পড়াবেন মাও. খাইরুল ইসলাম ,আন্দুলবাড়িয়া দরগা ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায় নামাজ পড়াবেন মাও.সাইফুল ইসলাম ,খা পাড়া ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০মিনিটে নামাজ পড়াবেন মাও, রফিউদ্দিন ,সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে নামাজ পড়াবেন ,মাও.মাহবুব হোসন,উথুলী ঈদগা মাঠে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টার সময় নামাজ পড়াবেন মাও.ইসমাইল হোসেন ।