বেগম খালেদা জিয়ার ৯ম কারমুক্তি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: গতকাল সন্ধ্যা ৬.৩০মিনিটে চুয়াডাঙ্গা রজব আলি সুপার মাকের্টে অবস্থিত জেলা বিএনপির কার্য়ালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৯ম কারমুক্তি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের এই ক্রান্তিকালে জাতীয়তাবাদী দলের সৈনিকেরা সোচ্চার হয়ে অগণতান্ত্রিক সকল কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাড়াবে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু আলা সামসুজ্জামান, আবু বক্কর সিদ্দিক আবু, জাহানারা পারভীন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলাদল নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালি খাতুন, দপ্তর সম্পাদক ইয়াসিন হাসান কাকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোকাররম হোসেন। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মুক্ত, ৩নং ওয়ার্ডের সভাপতি কুদ্দুস মহলদার, ৩নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আনিসুল হক বিশু, আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাশেদ, জরিপ মেম্বার, শাজাহান, জাহিদ হোসেন, আব্দুল গণি, সুমন পারভেজ খান, মাবুদ সরকার, মাসুদ রানা আপেল, আবু সালেহ, ইমরুল হাসান ফটিক, ইউসুফ, কুতুব, টুটুল, জাকির ও জেলা ছাত্রদল নেতা পারভেজ মহলদার, রিন্টু মহলদার, শাহাবুদ্দিন, শমসের, সাজু, রিপন, জাহাঙ্গীর, পারভেজ, অসিম, রউফ প্রমূখ। বিক্ষোভ সমাবেশটি সার্বিক পারিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমূল হাবিব সেলিম।