একই রাতে আলমডাঙ্গার কালিদাসপুরের ৬ বাড়িতে চুরি
- আপলোড টাইম : ১২:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৮০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় একরাতে চার বাড়িতে চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল গভীর রাতে আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার মৃত নবিছদ্দিন মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম আইনালের বাড়িতে চোর প্রবেশ করে ৩ হাজার ১ শ টাকা, মোবাইল ফোন ও দামি কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়। এছাড়াও নিয়ামতের বাড়ি, রমজানের বাড়ি, হাবিবুর রহমানের বাড়ি একই রাতে চুরি হয়েছে বলে সকালে খবর পাওয়া গেছে। তাদের প্রত্যেকের বাড়িতেই দামি জিনিস চুরি হয়েছে বলে জানিয়েছেন। এ ব্যাপাড়ে সকাল থেকেই কালিদাসপুর দক্ষিণপাড়ায় মুখেমুখে চুরির ঘটনা ছড়িয়ে পড়ে। কথা প্রসঙ্গে আইনাল এই প্রতিবেদককে জানান, গতরাতে কালিদাসপুর উত্তর পাড়াতেও ২ বাড়িতে চুরি হয়েছে। এলাকার মানুষ এই ঘটনায় চোর আতঙ্গে ভুগছে। তবে অনেকের ধারণা ঈদের আগে ছ্যাচড়া চোর ও মাদক সেবিরা বিভিন্ন বাড়িতে হানা দিয়ে হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে পালিয়ে গেছে।