আলমডাঙ্গার কালিদাসপুর ও ডাউকি ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ
- আপলোড টাইম : ১২:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৯২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাউল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে ৫ হাজার ১০০ কেজি চাউল ইউনিয়নের ৫১০ জনকে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মঈনুল ইসলাম, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ১নং প্যানেল চেয়ারম্যান হাসিবুল ইসলাম মন্ডল, ২নং প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জুয়েল, ৩নং প্যানেল চেয়ারম্যান নুর বানু, মেম্বর মুঞ্জু, আবু জাফর, মাসুদ রানা, আয়ুব আলী, জয়নাল হোসেন, আফিল উদ্দীন, হাসিবুল ইসলাম, মহিলা মেম্বর হাজেরা বেগম পিনি, শ্যামলি খাতুন, সচিব তোফাজ্জেল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদিকে ডাউকি ইউনিয়নে ও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান সকল ইউপি মেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৪ হাজার ১০০ কেজি চাউল ৪১০ জনকে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। চাউল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুহুল কুদ্দস, চান্দ আলী, বদর উদ্দিন মালিতা, আবু সাঈদ, রবিউল ইসলাম, ফকির চাঁন, গফুর জোয়ার্দ্দার, নিলুফার ইয়াসমিন ও রাশেদা বেগম। সুষ্ঠুভাবে চাউল বিতরণ হওয়ায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ও লুৎফর রহমান সন্তোষ প্রকাশ করেন।