ঝিনাইদহে হোমিও চিকিৎসকদের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
- আপলোড টাইম : ১২:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৬২ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: “সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক, সুস্থ সমাজ সবাই পাক” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালন করেছে হোমিও চিকিৎসকরা। বুধবার সকাল ১০ টায় ঝিনাইদহ শহরের পায়রাচত্বরে এ কর্মসূচী পালন করেন তারা। ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলার হোমিওপ্যাথিক এসোসিয়েশন এর সভাপতি ডা: মো: আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ডা: বশির আহম্মেদ, উপদেষ্টা ডা: খান রফিকুল ইসলাম, ডা: ওয়াসিকুর রহমান, হোমিও কলেজের অধ্যক্ষ শাহিন আহম্মেদ খান, শৈলকুপা উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান খান, কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কার্ত্তিক কুমার সাহা, সদস্য ডা: মনোয়ারা বেগম, ডা: নাজের আলী, ডা: সালাম প্রমুখ। বক্তারা বলেন, ইসলামের নামে দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ কাজ করছে তাদের বিরোধিতা ও বর্তমান সরকারের সকল ভাল কাজের সাথে সংহতি প্রকাশ করে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।