এমপি ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছে মেহেরপুর ছাত্রলীগ
- আপলোড টাইম : ১২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৪৮ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ছাত্রলীগ। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা এমপির সাথে তাঁর নিজ বাসভবনে এ সাক্ষাৎ করেন। এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সহ-সভাপতি এ.কে আজাদ সাগর, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম আনন্দ প্রমূখ। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামীম, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি রিংকু, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালসহ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, ছাত্রলীগের মধ্যথেকে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। এরাই আগামীদিনের রাজনীতির ভবিষ্যৎ। সততা ও যোগ্যতা দিয়ে তাদের সবার মন জয় করা প্রয়োজন।