ইপেপার । আজ বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

অভিযানে নিহত জঙ্গিদের লাশ কোথায় রাখা হবে?

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
  • / ৩৯৫ বার পড়া হয়েছে

jghj

সমীকরণ ডেস্ক: সংরক্ষণের পর্যাপ্ত সুবিধা না থাকায় সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত জঙ্গিদের লাশ সরিয়ে নেয়ার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পুলিশ বলছে, লাশগুলোর এখনো কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া বাকি আছে, যা শেষ হওয়ার পরই সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ সংরক্ষণের ফ্রিজের মোট ২০টি চেম্বার রয়েছে। এর মধ্যে আটটিই অকার্যকর থাকায় এই মুহূর্তে ১২টি চেম্বারে ১৬টি লাশ রাখতে হয়েছে। এর মধ্যে ১৩টি লাশ সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত জঙ্গিদের। অধ্যাপক মাহমুদ বলেন, এমনিতে প্রতিদিন ছয় থেকে ১০টি লাশের ময়নাতদন্ত করা হয় এখানে, যেগুলো হয়তো কয়েক দিন পর্যন্ত সংরক্ষণের প্রয়োজন পড়ে, কিন্তু এখন পর্যাপ্ত জায়গা খালি না থাকায় সমস্যায় পড়ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সে কারণে শনিবার কর্তৃপক্ষ ঢাকা মহানগর পুলিশকে লাশগুলো সরিয়ে নেয়ার ব্যবস্থা করতে চিঠি দিয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে, ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বলেছেন, লাশগুলোর এখনো কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া বাকি আছে, যা শেষ হওয়ার পরই সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। কল্যাণপুরে নিহত নয় জঙ্গি, নারায়ণগঞ্জের তিন জঙ্গি, মিরপুরে নিহত একজনসহ মোট ১৩ জঙ্গির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া গুলশান হামলায় নিহত ছয়জনের লাশ রাখা আছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। কোনো পরিবারই এখনো পর্যন্ত লাশ নিতে চায়নি। তবে মাসুদুর রহমান জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর পরিবার লাশ নিতে চাইলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

অভিযানে নিহত জঙ্গিদের লাশ কোথায় রাখা হবে?

আপলোড টাইম : ০১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬

jghj

সমীকরণ ডেস্ক: সংরক্ষণের পর্যাপ্ত সুবিধা না থাকায় সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত জঙ্গিদের লাশ সরিয়ে নেয়ার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পুলিশ বলছে, লাশগুলোর এখনো কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া বাকি আছে, যা শেষ হওয়ার পরই সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ সংরক্ষণের ফ্রিজের মোট ২০টি চেম্বার রয়েছে। এর মধ্যে আটটিই অকার্যকর থাকায় এই মুহূর্তে ১২টি চেম্বারে ১৬টি লাশ রাখতে হয়েছে। এর মধ্যে ১৩টি লাশ সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত জঙ্গিদের। অধ্যাপক মাহমুদ বলেন, এমনিতে প্রতিদিন ছয় থেকে ১০টি লাশের ময়নাতদন্ত করা হয় এখানে, যেগুলো হয়তো কয়েক দিন পর্যন্ত সংরক্ষণের প্রয়োজন পড়ে, কিন্তু এখন পর্যাপ্ত জায়গা খালি না থাকায় সমস্যায় পড়ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সে কারণে শনিবার কর্তৃপক্ষ ঢাকা মহানগর পুলিশকে লাশগুলো সরিয়ে নেয়ার ব্যবস্থা করতে চিঠি দিয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে, ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বলেছেন, লাশগুলোর এখনো কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া বাকি আছে, যা শেষ হওয়ার পরই সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। কল্যাণপুরে নিহত নয় জঙ্গি, নারায়ণগঞ্জের তিন জঙ্গি, মিরপুরে নিহত একজনসহ মোট ১৩ জঙ্গির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া গুলশান হামলায় নিহত ছয়জনের লাশ রাখা আছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। কোনো পরিবারই এখনো পর্যন্ত লাশ নিতে চায়নি। তবে মাসুদুর রহমান জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর পরিবার লাশ নিতে চাইলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।