দামুড়হুদায় ভারতীয় মদ ও ফেনসিডিলসহ গ্রেফতার ২
- আপলোড টাইম : ০১:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৯১ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে আভিযান ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার সহ ২জনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। জানাগেছে, দামুড়হুদা মডেলথানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁনের নেতৃত্বে গতকাল সোমবার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত-রহিম মন্ডলের ছেলে আঃ মমিন (৪৫) এর বাড়ি থেকে দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে দামুড়হুদা মডেলথানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই ইকরামুল সঈীয় ফোস নিয়ে মমিনের নিজ বাড়ি থেকে ১০বোতল ভারতীয় মদ সহ মমিনকে আটক করেছে। একই দিনে উপজেলার রাংগিয়ার পোতার হুজুর আলীর স্তী নুরজাহান ( ৫০) কে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দর্শনার রেল গেট পার হবার সময় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০ঘটিকার সময় দামুড়হুদা মডেলথানা পুলিশের এ এস আই রহিম সঈীয় ফোস নিয়ে নুরজাহান কে আটক করে। গতকাল সকালে ২জন আসামীকেই আদালতে প্রেরন করা হয়েছে।