গাংনীতে পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠানে ইউএনও আরিফ-উজ-জমান সুন্দর দেশ গঠনে পুষ্টি সমপূন্ন শিশুর প্রয়োজন
- আপলোড টাইম : ০১:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৬৩ বার পড়া হয়েছে
গাংনী অফিস: গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জমান বলেছেন, সুন্দর দেশ গঠনে পুষ্টি সমপূন্ন শিশুর প্রয়োজন। একটি শিশু পুষ্টি সমপূন্ন হলে তার দুর্ত মানুষিক বিকাশ ঘটে। পুষ্টিতে পরিপুর্ণ থাকলে পড়ালেখা ও খেলাধুলায় ভালো করে। রোগবালাই তার থেকে দুরে থাকে। তাই পুষ্টি সমৃদ্ধ পারিবারিক খাবারের উপর গুরত্ব দেওয়ার আহবান জানান অভিভাবকদের। গতকাল সোমবার সকাল সাড়ের ১০টার দিকে ব্র্যাকের আয়োজনে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে পুষ্টি নিয়ে মিষ্টি কথা” পালা গান ও নাটিকা অনুষ্ঠিত হয়। জোড়পুকুরিয়া মাধ্যামিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাসান আল নুরানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, জেলা কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, ব্র্যাক ব্যাস্থাপক শেখ মজিবুল হক, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যায়য়ের পরিচালনা পষর্দের সভাপতি ফজলুর রহমান সভাপতি ফজলুর রহমান প্রমুখ।