কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সড়ক দূর্ঘটনায় নিহত
- আপলোড টাইম : ১২:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৮২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মৃত কলিমদ্দিন মিয়ার ছেলে কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুল হক তার কুষ্টিয়ার বাড়ি থেকে মোটর সাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি কুকুরের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জানাযায়, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মকবুলার রহমানের জামাই ও জেহালা ইউনিয়নের মৃত কলিম উদ্দিন মিয়ার ছেলে মজিবুল হক (৭০) দীর্ঘ ২১ বছর কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সুবাদে কুষ্টিয়াতে বাড়ি করে বসবাস করছিলেন। গত ৪ তারিখ বিকালের দিকে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে বের হয়ে প্রধান সড়কে উঠতেই অপর দিকে থেকে আসা একটি কুকুরের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। তার মৃত্যুতে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপকমন্ডলী গভীর শোক প্রকাশ করেছেন। গতকালই কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে সকালে নিজ গ্রাম আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে নিয়ে আসা হয়। এসময় তার এলাকার শত শত মানুষ ও সুধিজনেরা তাকে একনজর দেখার জন্য ভীড় জমান। গতকাল বাদ যোহর পারিবারিক কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে জানাগেছে। মজিবুল হক ২ ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।