জীবননগর আন্দুলবাড়িয়া হাইস্কুলে ব্রাকের পুষ্টি বিষয়ক সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৯৯ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর আন্দুলবাড়িয়া হাইস্কুলের ছাত্র/ছাত্রীদের নিয়ে ব্রাকের পুষ্টি বিষয়ক সচেতনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া হাইস্কুল মাঠে ব্রাকের আয়োজনে জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমযাদ হোসেনের সভাপতিত্বে স্কুলের ছাত্র/ছাত্রী ও অভিভাকদের নিয়ে পুষ্টি বিষয়ক সচেতনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও আন্দুলবাড়িয়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির আহবায়ক নুরুল হাফিজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক নারায়ন ভৌমিক, মহাসিন আলী খাঁন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. আলি, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, মেহেরপুর জেলা ব্য্রাকের সিনিয়ার কর্মকর্তা আশাদুজ্জামান, ঢাকা প্রধান কার্যালয়ের এ্যাডভোকেশিন জি এন সুমন, ব্রাক প্রধান কার্যালয়ের মিনাজুল ইসলাম, জীবননগর ব্রাকের স্বাস্থ্যপুষ্টি ও জনসংখ্যা কর্মকর্তা নুরুননবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের উদ্দেশে বলেন যদি কোন স্কুলের ছাত্র/ছাত্রী এক দিনের বেশি স্কুল কামাই করে তা হলে সেই ছাত্র কিংবা ছাত্রীকে শিক্ষকের কাছে কারন দর্শাতে হবে, যদি সঠিক কারন দর্শনাতে না পারে তাহলে সেই সকল ছাত্র/ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজন হলে সেই সমস্ত ছাত্র/ছাত্রীদেরকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে । শুধু ছাত্র/ছাত্রীই নয় যদি কোন স্কুলের শিক্ষক সময়মত স্কুলে না আসে তা হেল সে সমস্ত শিক্ষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ব্রাকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ।