কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদকের পিতার ইন্তেকাল
- আপলোড টাইম : ১১:২২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৬৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের পিতা কাওছার আলী বিশ্বাস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। কাওছার আলী বিশ্বাস ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন। মৃত্যু কালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ দলীয় নেতাকর্মী ও অসংখ্য শুভান্যুধায়ী রেখে গেছেন। এদিকে ছাত্রদল নেতা আসাদুজ্জামানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝিনাইদহে জেলা বিএনপির সভাপতি মোঃ মসিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা এড আসাদুজ্জামান আসাদ, জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, কন্ঠ শিল্পী মনির খান, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, সাবেক এমপি আব্দুল ওাহাব, সাবেক মহিলা সংসদ সদস্য শাহানা রহমান রানী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মীর রবিউল ইসলাম লাবলু, সাবেক ছাত্র নেতা আবু সাইদ এবং হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।