ইপেপার । আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

মহেশপুর ভারত সিমান্তে ইছামতি নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
  • / ৫২০ বার পড়া হয়েছে

Screenshot_2016-09-04-18-02-12

দত্তনগর(মহেশপুর) প্রতিনিধি: মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া আওতাধীন ভারতীয় সিমান্তে ইছামতি নদীতে  ভাসতে দেখা গেছে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলিত লাশ। প্রথমে নদীর নিকটে কৃষকরা চাষ করা কালীন দুপুর ১২ টার দিকে কয়েকজন কৃষক এই লাশ পানিতে ভাসতে দেখে। পরে তারা শ্রীনাথপুর বিওপি ক্যাম্পে খবর দেয়। বিওপি ক্যাম্প কমান্ডার আইয়ুব খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি পর্যবেক্ষণ করে। তিনি জানান, অবশ্যই এই অজ্ঞাত নামা লাশ আমাদের বাংলাদেশের নয়। তিনি নিকটবর্তী ভারতের ফতেপুর বিএসএফ ক্যাম্পে একটি স্মারকলিপি প্রেরণ করে বিএসএফ কে অবহিত করেন। এই খবর পেয়ে দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ মাসুদ রানা ঘটনাস্থলে পরিদর্শন করেন। লাশটির কোন পরিচয় বা কোন দাবীদার না থাকায় কোন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। লাশটি বেওয়ারিশ আজও ভেসে চলেছে ইছামতি নদীর বুকে। উচ্ছুক জনতা নদীর তীরে ভীড় জমিয়েছে লাশ দেখতে। জানিনা কোন মায়ের সন্তান। ইতিমধ্যে কয়েকদিন আগেও এই নদীতে আরও একটি লাশ ভেসে যাওয়ার লোকমুখে শোনা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুর ভারত সিমান্তে ইছামতি নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

আপলোড টাইম : ১১:১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬

Screenshot_2016-09-04-18-02-12

দত্তনগর(মহেশপুর) প্রতিনিধি: মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া আওতাধীন ভারতীয় সিমান্তে ইছামতি নদীতে  ভাসতে দেখা গেছে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলিত লাশ। প্রথমে নদীর নিকটে কৃষকরা চাষ করা কালীন দুপুর ১২ টার দিকে কয়েকজন কৃষক এই লাশ পানিতে ভাসতে দেখে। পরে তারা শ্রীনাথপুর বিওপি ক্যাম্পে খবর দেয়। বিওপি ক্যাম্প কমান্ডার আইয়ুব খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি পর্যবেক্ষণ করে। তিনি জানান, অবশ্যই এই অজ্ঞাত নামা লাশ আমাদের বাংলাদেশের নয়। তিনি নিকটবর্তী ভারতের ফতেপুর বিএসএফ ক্যাম্পে একটি স্মারকলিপি প্রেরণ করে বিএসএফ কে অবহিত করেন। এই খবর পেয়ে দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ মাসুদ রানা ঘটনাস্থলে পরিদর্শন করেন। লাশটির কোন পরিচয় বা কোন দাবীদার না থাকায় কোন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। লাশটি বেওয়ারিশ আজও ভেসে চলেছে ইছামতি নদীর বুকে। উচ্ছুক জনতা নদীর তীরে ভীড় জমিয়েছে লাশ দেখতে। জানিনা কোন মায়ের সন্তান। ইতিমধ্যে কয়েকদিন আগেও এই নদীতে আরও একটি লাশ ভেসে যাওয়ার লোকমুখে শোনা গেছে।