ঈদ বাজারে জমজমাট বদরগঞ্জের পশুহাট
- আপলোড টাইম : ১১:০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
- / ৫২১ বার পড়া হয়েছে
বদরগঞ্জ অফিস: আগত ঈদের গরু-ছাগল বেচা কেনাই এবারের ঈদ বাজারে জমজমাট বদরগঞ্জের পশু হাট। নুন্নতম ৩ সপ্তা আগে থেকেই শুরু হয়েছে কোরবানি ঈদের গরু-ছাগলের বেচা-কেনা। পশুহাট কতৃপক্ষ ও বাজার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারে এবারের আগত ঈদের ২১ দিন আগেই শুরু হয়েছে কোরবানী ঈদের বেচাকেনা। গত ২৭ আগষ্ট শনিবার শুরু হয়েছে প্রথম হাট। দ্বিতীয় হাট ৩ সেপ্টেম্বর ও শেষ হাট হবে ১০ সেপ্টেম্বর। এবারের ঈদের বেচা-কেনায় রয়েছে প্রচুর চাহিদা। ছোট বড় সব ধরণের গরুর নিয়ে ব্যবসায়ীদের আগমনও রয়েছে আশানুরূপ। এ সবের মধ্যে আশঙ্খা যা নিয়ে তাও মাঝে মধ্যেই ঘটে চলেছে। তা হল পকেটমার, মলম ও অজ্ঞান পার্টির হাত থেকে সর্ব সাধারণের রক্ষা পাওয়া। ইতি মধ্যেই পকেটমার, মলম ও অজ্ঞান পার্টির উপস্থিতি এসে গেছে। গত ৩ সেপ্টেম্বর শনিবার হাটে দু‘জন গরু ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়ে ৩২ হাজার টাকা খুইয়েছেন। এ ছাড়া বদরগঞ্জ মাদরাসার এক জন শিক্ষকের পকেট থেকে ১০ হাজার টাকা পকেট মেরেছেন। তবে এখনও পর্যন্ত লক্ষ কোটি টাকার লেনদেন গরু-ছাগলের হাটে জাল টাকার ব্যবহার ধরা পড়েনি। এ সব নিয়ে হাট মালিকেরা আগত দূর-দুরান্ত থেকে সকল ব্যবসায়ীদের জন্য যথা সম্ভব সুযোগ সুবিদা সহ কোন প্রকার ক্ষয়ক্ষতির মধ্যে না পড়েন সেদিকেও সজাগ দৃষ্টি রেখেছেন।