ইপেপার । আজ বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

পাটিকাবাড়ীর দক্ষিণ মাঠে সাড়েতিন শত বিঘা আমন চাষযোগ্য জমি জলাবদ্ধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
  • / ৪৫৮ বার পড়া হয়েছে

14224949_243459999382234_2407947466347840872_nআলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন সংলগ্ন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউপি’র পাটিকাবাড়ী গ্রামের দক্ষিণ মাঠ নামে পরিচিত আমন ধান চাষযৌগ্য প্রায় সাড়ে তিন শত বিঘা ধানি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সরজমিনে গিয়ে কৃষকদের সাথে আলাপকালে জানা যায়, বৃষ্টির পানি মাঠ থেকে বের হতে না পারায় আমরা জমিতে গত বছর থেকেই আমন ধানের চাষ করতে পারছি না। কৃষকেরা আরও বলেন, মাঠের পানি বের হওয়ার একমাত্র খালটি চর পড়ে বন্ধ হয়ে যাওয়ায় জমি থেকে অতিরিক্ত পানি সরছে না। তাই একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাচ্ছে অত্র অঞ্চলের কৃষকদের প্রায় ৩ শত বিধা আবাদি ধানের জমি। কৃষকরা এ ব্যাপারে কুষ্টিয়া কৃষি অফিস, সদর উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তা কামনা করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

পাটিকাবাড়ীর দক্ষিণ মাঠে সাড়েতিন শত বিঘা আমন চাষযোগ্য জমি জলাবদ্ধ

আপলোড টাইম : ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬

14224949_243459999382234_2407947466347840872_nআলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন সংলগ্ন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউপি’র পাটিকাবাড়ী গ্রামের দক্ষিণ মাঠ নামে পরিচিত আমন ধান চাষযৌগ্য প্রায় সাড়ে তিন শত বিঘা ধানি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সরজমিনে গিয়ে কৃষকদের সাথে আলাপকালে জানা যায়, বৃষ্টির পানি মাঠ থেকে বের হতে না পারায় আমরা জমিতে গত বছর থেকেই আমন ধানের চাষ করতে পারছি না। কৃষকেরা আরও বলেন, মাঠের পানি বের হওয়ার একমাত্র খালটি চর পড়ে বন্ধ হয়ে যাওয়ায় জমি থেকে অতিরিক্ত পানি সরছে না। তাই একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাচ্ছে অত্র অঞ্চলের কৃষকদের প্রায় ৩ শত বিধা আবাদি ধানের জমি। কৃষকরা এ ব্যাপারে কুষ্টিয়া কৃষি অফিস, সদর উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তা কামনা করেছে।