আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ
- আপলোড টাইম : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
- / ৫২৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল বেলা ১২ টার দিকে প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের মিলনায়তনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ইদ্রিস খান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও খ. হামিদুল ইসলাম আজম। প্রতিষ্ঠানের ফ্যাশান ডিজাইনার শিক্ষক এমদাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক বেলাল হোসেন, শামীম উদ্দিন, শাহাজান আলী, সোহানী ইয়াসমিন, ইসরাফিল হোসেন, আলী আহমেদ, ক্ওাছার আহমেদ রাজু, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হক লিমন, নাসরুল্লাহ আজম, নাজমুল হক, আশরাফুল ইসলাম, মাসুদ সালেহীন প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।