আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক আনল রবি
- আপলোড টাইম : ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৯৫ বার পড়া হয়েছে
প্রযুক্তি ডেস্ক: ঢাকা দেশে প্রথমবারের মতো আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক আনল মোবাইল ফোন অপারেটর রবি। আজীবন মেয়াদী ইন্টারনেট অফারের আওতায় তিনটি ডাটা প্যাক রয়েছে। ৯৯ টাকায় ৩৫০ এমবি ডাটার অফারটি পেতে *১২৩*৯৯#, ১৯৯ টাকায় ১ জিবি ইন্টারনেটের প্যাকের জন্য *১২৩*১৯৯# এবং ২৯৯ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকটি গ্রহণ করতে #১২৩*২৯৯# কোডে ডায়াল করতে হবে। প্যাকের মূল্যের সাথে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যুক্ত হবে। ইজিলোড রিচার্জ ব্যবহার করেও গ্রাহকরা এই ইন্টারনেট প্যাকগুলো কিনতে পারেন যথাক্রমে ১২৪, ২৪৪ ও ৩৬৪ টাকায়। এর সাথে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যোগ করা আছে। অনেক সময়ই গ্রাহকরা নির্দিষ্ট মেয়াদের মধ্যে তাদের কেনা ইন্টারনেট প্যাকটি শেষ করতে পারেন না। এতে তার মধ্যে একটা অসন্তুষ্টি দেখা দেয়। গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসেবে এ সমস্যাটি সমাধানের জন্যই আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক নিয়ে এসেছে রবি।