চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০১:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬
- / ৯৪৭ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে এক আলোচনা সভায় গতকাল সকাল ১১টায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ হলরুমে অধ্যক্ষ শাহজাহান আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছেন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতি ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুন্সি আলমগীর হান্নন। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন রাজনীতিক ও পি পি এ্যাড: মোহা: শামসুজোহা। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সাদেকীন আহমেদ, প্রভাষক আজিজুল হক ও সহককারী অধ্যাপক (অব:) লুৎফর রহমান। প্রধান অতিথির ভাষণে মুন্সি আলমগীর হান্নান বলেন বর্তমান গণতান্ত্রিক সরকারের অঙ্গীকার দেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ উৎখাত। কোন ষড়যন্ত্রই সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধা গ্রস্থ করতে পারবে না। বিশেষ অতিথির বক্তব্যে পি পি এ্যাড: শামসুজোহা বলেন মুক্তিযুদ্ধের চেতনায় লালিত আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই বরদাশত করা হবে না। সকলকে সন্ত্রাস ও জঙ্গীবাদ উৎখাত করতে সকলে একযোগে কাজ করতে হবে।