ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক বাবু।

জীবননগর অফিস
  • আপলোড টাইম : ০৪:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ফাঁড়িতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান খান বাবু। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ অভিযোগ করেন।

লাইভে মেহেদী হাসান খান বাবু বলেন, “আমি কোনো অপরাধ করিনি। শাহাপুর ক্যাম্পে পুলিশের উপস্থিতিতে, এসআইয়ের সামনে আমাকে মারধর করা হয়েছে। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয়েছে। এ সময় সেখানে আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির লোকজনও উপস্থিত ছিল।এর কিছুক্ষণ পর আরও একটি ফেসবুক লাইভে এসে বাবু বলেন, “অনেকেই ফোন করছেন, কিন্তু আমি ধরতে পারছি না। আমি এখনো শাহাপুর ক্যাম্পেই আছি। শুধুমাত্র প্রতিহিংসার কারণেই আমার ওপর এই হামলা হয়েছে। যদি আমি মারা যাই, তাহলে আমার ফেসবুক লাইভে বলা নামগুলোই দায়ী থাকবে। হামলায় গড়াইটুপি ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের বেশ কয়েকজন যুক্ত ছিল।”

এ বিষয়ে শাহাপুর পুলিশ ফাঁড়ির টুআইসি সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মামুন বলেন, “জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমরা বসেছিলাম এবং সেটি মীমাংসাও হয়েছে। বাবু ভাইদের কাগজপত্র সঠিক ছিল। তারা যখন চলে যাচ্ছিলেন, তখন কিছু অশোভন যুবক হঠাৎ করে তাকে চড় মারেন।”

তিনি আরও জানান, “ক্যাম্পের আইসি বিষয়টি জীবননগর থানার ওসিকে জানিয়েছেন। আমি নিজে ফোর্স নিয়ে বাবু ভাইকে নিরাপদে পৌঁছে দিয়েছি।”

অভিযুক্ত গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঙ্গে মুটো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “আমার ক্যাম্পের আইসি বিষয়টি সমাধান করে বাবু ভাইকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এখনও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক বাবু।

আপলোড টাইম : ০৪:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ফাঁড়িতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান খান বাবু। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ অভিযোগ করেন।

লাইভে মেহেদী হাসান খান বাবু বলেন, “আমি কোনো অপরাধ করিনি। শাহাপুর ক্যাম্পে পুলিশের উপস্থিতিতে, এসআইয়ের সামনে আমাকে মারধর করা হয়েছে। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয়েছে। এ সময় সেখানে আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির লোকজনও উপস্থিত ছিল।এর কিছুক্ষণ পর আরও একটি ফেসবুক লাইভে এসে বাবু বলেন, “অনেকেই ফোন করছেন, কিন্তু আমি ধরতে পারছি না। আমি এখনো শাহাপুর ক্যাম্পেই আছি। শুধুমাত্র প্রতিহিংসার কারণেই আমার ওপর এই হামলা হয়েছে। যদি আমি মারা যাই, তাহলে আমার ফেসবুক লাইভে বলা নামগুলোই দায়ী থাকবে। হামলায় গড়াইটুপি ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের বেশ কয়েকজন যুক্ত ছিল।”

এ বিষয়ে শাহাপুর পুলিশ ফাঁড়ির টুআইসি সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মামুন বলেন, “জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমরা বসেছিলাম এবং সেটি মীমাংসাও হয়েছে। বাবু ভাইদের কাগজপত্র সঠিক ছিল। তারা যখন চলে যাচ্ছিলেন, তখন কিছু অশোভন যুবক হঠাৎ করে তাকে চড় মারেন।”

তিনি আরও জানান, “ক্যাম্পের আইসি বিষয়টি জীবননগর থানার ওসিকে জানিয়েছেন। আমি নিজে ফোর্স নিয়ে বাবু ভাইকে নিরাপদে পৌঁছে দিয়েছি।”

অভিযুক্ত গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঙ্গে মুটো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “আমার ক্যাম্পের আইসি বিষয়টি সমাধান করে বাবু ভাইকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এখনও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।