ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৯:২২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে জমি দখলকে কেন্দ্র করে তিন ভাই ও তাদের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে জমি মীমাংসা সালিশের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের মৃত রেজাউল হকের ছেলে কাউসার আলী (৪০), কাউসারের স্ত্রী সেলিনা খাতুন (৩৬) এবং মেয়ে কাজলী খাতুন (২২)।

আহত কাউসার আলী বলেন, ‘দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ বাড়ির জমি নিয়ে আমার আপন ভাইদের সাথে দ্বন্দ্ব চলছে। জমির বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সালিশে মীমাংসা চলাকালীন আমার বড় ভাই আনসার আলী, তার স্ত্রী কহিনূর, ভাই আহসান হাবিব, তার স্ত্রী মাবিয়া খাতুন, ছেলে রকি, ও রবিন অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করেন। এসময় আমি, আমার স্ত্রী-সন্তান গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়। আমি আমার জমির অংশ চাই এবং যারা আমার পরিবারকে আহত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিকে, আহসান হাবিবের ছেলে রকি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, তেমন বড় কিছুই হয়নি। পারিবারিকভাবে সামান্য ঝামেলা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষ

আপলোড টাইম : ০৯:২২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

মেহেরপুরের গাংনীতে জমি দখলকে কেন্দ্র করে তিন ভাই ও তাদের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে জমি মীমাংসা সালিশের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের মৃত রেজাউল হকের ছেলে কাউসার আলী (৪০), কাউসারের স্ত্রী সেলিনা খাতুন (৩৬) এবং মেয়ে কাজলী খাতুন (২২)।

আহত কাউসার আলী বলেন, ‘দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ বাড়ির জমি নিয়ে আমার আপন ভাইদের সাথে দ্বন্দ্ব চলছে। জমির বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সালিশে মীমাংসা চলাকালীন আমার বড় ভাই আনসার আলী, তার স্ত্রী কহিনূর, ভাই আহসান হাবিব, তার স্ত্রী মাবিয়া খাতুন, ছেলে রকি, ও রবিন অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করেন। এসময় আমি, আমার স্ত্রী-সন্তান গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়। আমি আমার জমির অংশ চাই এবং যারা আমার পরিবারকে আহত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিকে, আহসান হাবিবের ছেলে রকি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, তেমন বড় কিছুই হয়নি। পারিবারিকভাবে সামান্য ঝামেলা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।