ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

জীবননগর পুরন্দরপুরে শিশুদের বিরোধ থেকে বড়দের সংঘর্ষ!

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৮:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার পুরন্দরপুর দক্ষিণপাড়ায় শিশুদের বিরোধ থেকে বড়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার শিশুর মা-বাবাকে প্রতিপক্ষ মারাত্মকভাবে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে । এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দরপুর দক্ষিণপাড়ার কৃষক রাজা মিয়ার স্ত্রী সারমিন খাতুন বলেন, ‘প্রতিপক্ষরা আমাদের নিকটতম প্রতিবেশী ও আত্মীয়-স্বজন। কিন্তু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শিশু সন্তান বরকত আলীকে (১০) সোমবার দুপুরে মাঠের ভেতরে একটি বালুগর্তে নিয়ে বালুচাপা দিয়ে হত্যার চেষ্টা করে সাব্বির হোসেন। এ ঘটনায় আমি ও আমার স্বামী রাজা মিয়া প্রতিবাদ করলে প্রতিপক্ষরা আমাদের বাড়ি এসে আমার স্বামীর ওপর হামলা করে। এসময় আমি তাদের বাঁধা দিলে নফর আলী, আয়নাল হক, বিশাল, সাব্বির, সাবিনা, কল্পনা আমার ওপর হামলা করেন। আমরা জীবননগর হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা থানায় অভিযোগ করায় প্রতিপক্ষরা আমাদের দমন করতে আমার স্বামীর নামে মিথ্যা মামলা দিয়েছে।’

এ বিষয়ে হাসাদাহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মঈনুল হাসান বলেন, ‘ঘটনার ব্যাপারটি আমি শুনেছি। তবে গ্রামে এখন আর বিচার সালিশ নেই। তাই বিষয়টি উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন।’ এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার ব্যাপারে দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর পুরন্দরপুরে শিশুদের বিরোধ থেকে বড়দের সংঘর্ষ!

আপলোড টাইম : ০৮:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

জীবননগর উপজেলার পুরন্দরপুর দক্ষিণপাড়ায় শিশুদের বিরোধ থেকে বড়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার শিশুর মা-বাবাকে প্রতিপক্ষ মারাত্মকভাবে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে । এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দরপুর দক্ষিণপাড়ার কৃষক রাজা মিয়ার স্ত্রী সারমিন খাতুন বলেন, ‘প্রতিপক্ষরা আমাদের নিকটতম প্রতিবেশী ও আত্মীয়-স্বজন। কিন্তু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শিশু সন্তান বরকত আলীকে (১০) সোমবার দুপুরে মাঠের ভেতরে একটি বালুগর্তে নিয়ে বালুচাপা দিয়ে হত্যার চেষ্টা করে সাব্বির হোসেন। এ ঘটনায় আমি ও আমার স্বামী রাজা মিয়া প্রতিবাদ করলে প্রতিপক্ষরা আমাদের বাড়ি এসে আমার স্বামীর ওপর হামলা করে। এসময় আমি তাদের বাঁধা দিলে নফর আলী, আয়নাল হক, বিশাল, সাব্বির, সাবিনা, কল্পনা আমার ওপর হামলা করেন। আমরা জীবননগর হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা থানায় অভিযোগ করায় প্রতিপক্ষরা আমাদের দমন করতে আমার স্বামীর নামে মিথ্যা মামলা দিয়েছে।’

এ বিষয়ে হাসাদাহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মঈনুল হাসান বলেন, ‘ঘটনার ব্যাপারটি আমি শুনেছি। তবে গ্রামে এখন আর বিচার সালিশ নেই। তাই বিষয়টি উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন।’ এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার ব্যাপারে দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।