ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

জীবননগরে জামাইয়ের বিরুদ্ধে পাখিভ্যান ছিনতাইয়ের অভিযোগ

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৮:৪৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার জয়রামপুরে এক পাখিভ্যান চালকের ওপর হামলা চালিয়ে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামে ইসরাফিলের ছেলে চাঁন মিয়ার (২৭) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দেহাটি-আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে।
কাঁশিপুর হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ইমরান হোসেন বলেন, ‘আমার ছোট ভাই মিনহাজ হোসেন (১৬) পেশায় একজন পাখিভ্যান চালক। সে প্রতিদিনের মতো মঙ্গলবার জয়রামপুর বাজারে ভাড়ার জন্য অপেক্ষা করছিল। এসময় চাঁন মিয়া ভ্যান ভাড়ার জন্য ৫০০ টাকা চুক্তি করে তাকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়া মোড়ে নিয়ে যায়। সেখানে ভ্যানটি শাহাজুল মেশিনারিজে রেখে অন্য একটি ভ্যানে চড়ে মিনহাজকে নিয়ে যান দেহাটি গ্রামের সরদারপাড়া নদীর ধারে। এরপর সেখানে তাকে মারধর করে এবং তার নিকট থেকে ভ্যানের চাবি ছিনিয়ে নেয়। পরে চাঁন মিয়া অপর একজনের মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে মিনহাজ ঘটনাস্থলে ফিরে এসে দেখতে পায়, ভ্যানটি আর সেখানে নেই।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, চাঁন মিয়াকে ভ্যানটি নিয়ে চলে যেতে দেখা গেছে। এদিকে ভ্যানচালক মিনহাজের আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাঁশিপুর গ্রামের বিএনপি নেতা আব্দুল হান্নান বলেন, ‘চাঁন মিয়া আমাদের গ্রামের ঘরজামাই। ঘটনার পর তার স্ত্রীর নিকট থেকে নাম ঠিকানা সংগ্রহ করা হয়।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওস)ি মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে জামাইয়ের বিরুদ্ধে পাখিভ্যান ছিনতাইয়ের অভিযোগ

আপলোড টাইম : ০৮:৪৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

দামুড়হুদা উপজেলার জয়রামপুরে এক পাখিভ্যান চালকের ওপর হামলা চালিয়ে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামে ইসরাফিলের ছেলে চাঁন মিয়ার (২৭) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দেহাটি-আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে।
কাঁশিপুর হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ইমরান হোসেন বলেন, ‘আমার ছোট ভাই মিনহাজ হোসেন (১৬) পেশায় একজন পাখিভ্যান চালক। সে প্রতিদিনের মতো মঙ্গলবার জয়রামপুর বাজারে ভাড়ার জন্য অপেক্ষা করছিল। এসময় চাঁন মিয়া ভ্যান ভাড়ার জন্য ৫০০ টাকা চুক্তি করে তাকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়া মোড়ে নিয়ে যায়। সেখানে ভ্যানটি শাহাজুল মেশিনারিজে রেখে অন্য একটি ভ্যানে চড়ে মিনহাজকে নিয়ে যান দেহাটি গ্রামের সরদারপাড়া নদীর ধারে। এরপর সেখানে তাকে মারধর করে এবং তার নিকট থেকে ভ্যানের চাবি ছিনিয়ে নেয়। পরে চাঁন মিয়া অপর একজনের মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে মিনহাজ ঘটনাস্থলে ফিরে এসে দেখতে পায়, ভ্যানটি আর সেখানে নেই।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, চাঁন মিয়াকে ভ্যানটি নিয়ে চলে যেতে দেখা গেছে। এদিকে ভ্যানচালক মিনহাজের আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাঁশিপুর গ্রামের বিএনপি নেতা আব্দুল হান্নান বলেন, ‘চাঁন মিয়া আমাদের গ্রামের ঘরজামাই। ঘটনার পর তার স্ত্রীর নিকট থেকে নাম ঠিকানা সংগ্রহ করা হয়।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওস)ি মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।