ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মেহেরপুরের সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৮:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এফসিডিওর উদ্যোগে মেহেরপুরের সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং পিএপজির পিস অ্যাম্বাসেডর মাওলানা সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় পিএফজির সমন্বয়কারী মুজাহিদ আল মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং পিএফজির পিস অ্যাম্বাসেডর আজমল হোসেন মিন্টু, জেলা মহিলা দলের সভাপতি এবং পিস অ্যাম্বাসেডর সাইয়েদাতুন্নেছা নয়ন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ আলী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইস্কান্দার মাহমুদ ইকবাল প্রমুখ।
সভায় বক্তারা সহিংসতা পরিহার করে সংলা ও সম্প্রীতির মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। যুব সমাজকে মানবতা ও ভালোবাসার চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া রাজনৈতিক সহনশীলতা এবং ধর্মীয় মূল্যবোধ অনুসরণের প্রয়োজনীয়তা উঠে আসে মতবিনিময় সভায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরের সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা

আপলোড টাইম : ০৮:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এফসিডিওর উদ্যোগে মেহেরপুরের সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং পিএপজির পিস অ্যাম্বাসেডর মাওলানা সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় পিএফজির সমন্বয়কারী মুজাহিদ আল মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং পিএফজির পিস অ্যাম্বাসেডর আজমল হোসেন মিন্টু, জেলা মহিলা দলের সভাপতি এবং পিস অ্যাম্বাসেডর সাইয়েদাতুন্নেছা নয়ন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ আলী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইস্কান্দার মাহমুদ ইকবাল প্রমুখ।
সভায় বক্তারা সহিংসতা পরিহার করে সংলা ও সম্প্রীতির মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। যুব সমাজকে মানবতা ও ভালোবাসার চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া রাজনৈতিক সহনশীলতা এবং ধর্মীয় মূল্যবোধ অনুসরণের প্রয়োজনীয়তা উঠে আসে মতবিনিময় সভায়।