মুজিবনগরে ঐতিহাসিক ১৭ এপ্রিলকে ঘিরে নানা আয়োজন
আসছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারক ই আজম
- আপলোড টাইম : ০৮:৪০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
আগামীকাল ১৭ এপ্রিল, মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় দিনটি অবিস্মরণীয়। এদিন মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাতলার আমবাগানে (বর্তমানে মুজিবনগর) শপথ গ্রহণ করে যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার বা প্রবাসী সরকার। দেওয়া হয় গার্ড অব অনার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। এ সরকারের নেতৃত্বে ৯ মাস যুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। দিনটিকে ঘিরে আমবাগানের সৌন্দর্য্য বৃদ্ধি এবং স্মৃতিসৌধের ধোয়া মোছার কাজ চলছে।
আগামীকাল ১৭ এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পতাকা উত্তোলন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারক ই আজম। এর পরে তিনি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ শেষে গার্ড অব অনার গ্রহণ করবেন। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ উপদেষ্টার আগমনে নানা ব্যবস্থা গ্রহণ করেছেন।
মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, বিষয়টি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থার মধ্যে আনা হয়েছে। দিনটিকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার বেষ্টনীতে সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
আয়োজন সম্পর্কে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডল বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি টিম ঢাকা থেকে আসবেন। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করা হবে। উপদেষ্টার পুষ্পার্ঘ অর্পণের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে পুষ্পার্ঘ অর্পণ করেন।