চুয়াডাঙ্গায় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড টাইম : ০৮:৩৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আদনান সামি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমান এবং প্রাণবন্ত সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক ইসলাম রকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্যে দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘একুশ মানে মাথানত না করা, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা ও একুশ আমাদের অহংকার। সেই চেতনাকে ধারণ করে একুশে টেলিভিশন দেশের প্রথম বেসরকারি টেলিভিশন হিসেবে নতুন ধারা সৃষ্টি করেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাজাহান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন, সাবেক আইনজীবী সমিতি সভাপতি শাহজাহান মুকুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজ ও নতুন প্রজন্মের প্রতিনিধিরা। আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন, সাহসী সংবাদ ও জনপ্রিয় অনুষ্ঠান প্রচার করে একুশে টেলিভিশন ভবিষ্যতেও দর্শকদের শীর্ষ পছন্দ হয়ে থাকবে।