শৈলকুপায় মালিককে না পেয়ে ফার্ম ম্যানেজারকে কুপিয়ে জখম
- আপলোড টাইম : ০৮:২১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় মালিককে না পেয়ে গরুর খামারের কেয়ারটেকার আলম শেখকে (৫০) কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা। গত রোববার রাতের উপজেলার কাঁচেরকোল গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত আলম শেখ কাঁচেরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের লুৎফর শেখের ছেলে। বর্তমানে তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
আলম শেখ জানান, তিনি পার কাঁচেরকোল গ্রামের প্রবাসী হাজী শওকত শহীদের গরুর ফার্মে কাজ করতেন। স্থানীয় কিছু চিহ্নিত চাঁদাবাজ ফার্ম মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। মালিক বিদেশে থাকায় দাবি পূরণ না হওয়ায় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। রোববার রাতে ফার্ম থেকে বাড়ি ফেরার পথে কাঁচেরকোল গ্রামের লতিফ খাঁর ছেলে ইসমাইল, তুজাম মোল্লার ছেলে শাহিদ ও নারজু শেখের ছেলে হৃদয় তার পথরোধ করে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালায়।
আলম শেখ আরও অভিযোগ করেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও শালিসের আড়ালে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তিনি শৈলকুপা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।