ইপেপার । আজ সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে চাল ব্যবসায়ীদের ধর্মঘট

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে সাময়িক ধর্মঘট পালন করেছেন চাল ব্যবসায়ীরা। গত সোমবার সকাল থেকে কালীগঞ্জ পৌর এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকার কিছু ব্যক্তি পৌরসভা থেকে বরাদ্দ নেওয়া দোকান ঘর ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে খাজনার নামে চাঁদা দাবি করছেন। পৌরসভা থেকে খাজনা না নেওয়ার নির্দেশনা থাকা সত্ত্বেও একটি চক্র চাঁদাবাজি করে চলেছে। এর প্রতিবাদে সকাল থেকে চাল বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েন পৌর এলাকার সাধারণ মানুষ।

হাটের ইজারাদার আসাদুল ইসলাম বলেন, ‘আমি কোনো ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছি না।’ এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক দেদারুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি।

এ অবস্থায় ব্যবসায়ীরা প্রতিবাদ স্বরূপ ধর্মঘটের পথে হাঁটেন। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। খবর পেয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং চালের দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি আরও জানান, মঙ্গলবার এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে চাল ব্যবসায়ীদের ধর্মঘট

আপলোড টাইম : ০৮:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে সাময়িক ধর্মঘট পালন করেছেন চাল ব্যবসায়ীরা। গত সোমবার সকাল থেকে কালীগঞ্জ পৌর এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকার কিছু ব্যক্তি পৌরসভা থেকে বরাদ্দ নেওয়া দোকান ঘর ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে খাজনার নামে চাঁদা দাবি করছেন। পৌরসভা থেকে খাজনা না নেওয়ার নির্দেশনা থাকা সত্ত্বেও একটি চক্র চাঁদাবাজি করে চলেছে। এর প্রতিবাদে সকাল থেকে চাল বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েন পৌর এলাকার সাধারণ মানুষ।

হাটের ইজারাদার আসাদুল ইসলাম বলেন, ‘আমি কোনো ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছি না।’ এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক দেদারুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি।

এ অবস্থায় ব্যবসায়ীরা প্রতিবাদ স্বরূপ ধর্মঘটের পথে হাঁটেন। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। খবর পেয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং চালের দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি আরও জানান, মঙ্গলবার এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।