ইপেপার । আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গার বহালগাছীতে ইজিবাইকের ধাক্কায় ভুট্টা ব্যবসায়ী জখম

শঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে নেয়া হলো ঢাকায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বহালগাছী এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ভুট্টা ব্যবসায়ী রাসেল (৩৭)। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় দুপরেই তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত রাসেল শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদার সরোজগঞ্জ বাজারপাড়ার জাণ্টুর ছেলে।

রাসেলের বন্ধু ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা শাহাবুল ইসলাম জানান, গতকাল সকালে রাসেল বহালগাছিতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ভুট্টা কেনাবেচার কাজ করছিলেন। এসময় কালুপোল থেকে সরোজগঞ্জমুখী একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গেলে রাসেলের সঙ্গে ধাক্কা লাগে। রাসেল ছিটকে রাস্তার ওপর পড়লে অপর একটি ইজিবাইক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সিদ্ধান্তে দুপুরেই হেলিকপ্টারযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, রাসেলের মাথায় ও বুকে গুরুতর আঘাত লেগেছে। অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইনিইউতে চিকিৎসাধীন ছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার বহালগাছীতে ইজিবাইকের ধাক্কায় ভুট্টা ব্যবসায়ী জখম

শঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে নেয়া হলো ঢাকায়

আপলোড টাইম : ০৮:১৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার বহালগাছী এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ভুট্টা ব্যবসায়ী রাসেল (৩৭)। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় দুপরেই তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত রাসেল শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদার সরোজগঞ্জ বাজারপাড়ার জাণ্টুর ছেলে।

রাসেলের বন্ধু ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা শাহাবুল ইসলাম জানান, গতকাল সকালে রাসেল বহালগাছিতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ভুট্টা কেনাবেচার কাজ করছিলেন। এসময় কালুপোল থেকে সরোজগঞ্জমুখী একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গেলে রাসেলের সঙ্গে ধাক্কা লাগে। রাসেল ছিটকে রাস্তার ওপর পড়লে অপর একটি ইজিবাইক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সিদ্ধান্তে দুপুরেই হেলিকপ্টারযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, রাসেলের মাথায় ও বুকে গুরুতর আঘাত লেগেছে। অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইনিইউতে চিকিৎসাধীন ছিল।