চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ছুরি মেরে হত্যাচেষ্টা মামলার রায়
যুবকের ১১ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা- আপলোড টাইম : ০৮:১৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় হত্যাচেষ্টা ও গুরুতর জখম মামলায় শাহ আলম নামে এক যুবকের ১১ বছর সশ্রম কারাদণ্ড ও ২৩ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহ আলম (২৭) চুয়াডাঙ্গা আলুকদিয়া চকপাড়ার মৃত রহিমের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২১ ডিসেম্বর সকাল ১০টায় আলুকদিয়া চকপাড়াস্থ নিজের দোকানের সামনে রাখা সাইকেল সরিয়ে নিতে বলাকে কেন্দ্র করে আমির হোসেনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শাহ আলম। পরে রাত ৮টার দিকে আমির হোসেন ও মাফিজুর রহমান বাড়ি ফেরার পথে সাইজুলের দোকানের সামনে পৌঁছালে শাহ আলম ও তার সহযোগীরা তাদের গতিরোধ করে। শাহ আলম মাফিজুর রহমানকে পেটে ছুরি মেরে গুরুতর আহত করে, তার ভুড়ি বেরিয়ে আসে। আমির হোসেনকে লক্ষ্য করেও একইভাবে ছুরি চালায় শাহ আলম। চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরদিন ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ শাহ আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক শিমুল কুমার বিশ্বাস তাকে দোষী সাব্যস্ত করে প্যানেল কোডের ১৮০ এর ৩২৬, ৩০৭ ও ৩২৪ ধারায় মোট ১১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৩ হাজার টাকা জরিমানা করেন। রায়ে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত শাহ আলম পূর্ববর্তী হাজতবাসকাল দণ্ড থেকে বিয়োজনযোগ্য এবং ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগীদের চিকিৎসা ও মামলার খরচ হিসেবে প্রদান করতে হবে।