ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

বিভিন্ন মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৮-বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার মহেশপুর ব্যাটালিয়নের পৃথক তিনটি অভিযানে এসব মাদক ও মালামাল উদ্ধার হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবি’র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়েছে, গতকাল দুপুর ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে উথলী রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী মহান্দা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ৮৬৯ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এরআগে ভোর সাড়ে ৪টায় উথলী বিওপি’র মনোহরপুর গ্রামের অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই দিনে ৬টায় খোসালপুর বিওপি’র অধীনস্থ মান্দারতলা মাঠ থেকে উদ্ধার করা হয় ৯২ বোতল ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, ১৪ পিস কসমেটিকস সামগ্রী এবং ৫৪৫ পিস ইমিটেশন গহনা। উদ্ধার হওয়ায় সকল পণ্য আসামীবিহীন অবস্থায় উদ্ধার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

বিভিন্ন মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

আপলোড টাইম : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৮-বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার মহেশপুর ব্যাটালিয়নের পৃথক তিনটি অভিযানে এসব মাদক ও মালামাল উদ্ধার হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবি’র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়েছে, গতকাল দুপুর ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে উথলী রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী মহান্দা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগিতে তল্লাশি চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ৮৬৯ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এরআগে ভোর সাড়ে ৪টায় উথলী বিওপি’র মনোহরপুর গ্রামের অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই দিনে ৬টায় খোসালপুর বিওপি’র অধীনস্থ মান্দারতলা মাঠ থেকে উদ্ধার করা হয় ৯২ বোতল ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, ১৪ পিস কসমেটিকস সামগ্রী এবং ৫৪৫ পিস ইমিটেশন গহনা। উদ্ধার হওয়ায় সকল পণ্য আসামীবিহীন অবস্থায় উদ্ধার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।