ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় স্যানেটারি মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় আল ইমরান (৩৫) নামের এক স্যানেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের ছাগল ফার্মের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে ট্রাক্টরটি বা চালকের সন্ধান পাওয়া যায়নি। নিহত আল ইমরান আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের খন্দকার রফিক উদ্দীনের ছেলে। তিনি কয়েক বছর যাবত চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।
নিহতের নিকট আত্মীয় (ভাতিজা) তানজুম ইবনুল প্রকাশ জানান, বিকেলে তার সঙ্গে শেষবার কথা হয়, তখন তিনি পিটিআই মোড়ে ছিলেন। দুপুরে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়েছিলেন আল ইমরান। রাত ১০টার দিকে পুলিশের মাধ্যমে তারা খবর পান আল ইমরান মারা গেছেন। স্যানেটারি মিস্ত্রির পাশাপাশি তিনি ফিটিংস মালামালের ব্যবসাও করতেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘স্থানীয়রা রাত পৌনে ১০টার দিকে আল ইমরানকে জরুরি বিভাগে আনেন। তারা জানান আল ইমরান সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মুন্সিগঞ্জগামী একটি ট্রাক্টরের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরটি মুন্সিগঞ্জের দিকে চলে যাওয়ায় সনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা অভিযোগ না করলে লাশ হস্তান্তর করা হবে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ হাসপাতালের লাশঘরে রাখা ছিল।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় স্যানেটারি মিস্ত্রির মৃত্যু

আপলোড টাইম : ০৯:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় আল ইমরান (৩৫) নামের এক স্যানেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের ছাগল ফার্মের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে ট্রাক্টরটি বা চালকের সন্ধান পাওয়া যায়নি। নিহত আল ইমরান আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের খন্দকার রফিক উদ্দীনের ছেলে। তিনি কয়েক বছর যাবত চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।
নিহতের নিকট আত্মীয় (ভাতিজা) তানজুম ইবনুল প্রকাশ জানান, বিকেলে তার সঙ্গে শেষবার কথা হয়, তখন তিনি পিটিআই মোড়ে ছিলেন। দুপুরে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়েছিলেন আল ইমরান। রাত ১০টার দিকে পুলিশের মাধ্যমে তারা খবর পান আল ইমরান মারা গেছেন। স্যানেটারি মিস্ত্রির পাশাপাশি তিনি ফিটিংস মালামালের ব্যবসাও করতেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘স্থানীয়রা রাত পৌনে ১০টার দিকে আল ইমরানকে জরুরি বিভাগে আনেন। তারা জানান আল ইমরান সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মুন্সিগঞ্জগামী একটি ট্রাক্টরের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরটি মুন্সিগঞ্জের দিকে চলে যাওয়ায় সনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা অভিযোগ না করলে লাশ হস্তান্তর করা হবে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ হাসপাতালের লাশঘরে রাখা ছিল।’