চুয়াডাঙ্গায় ৪৫ জন জুলাই যোদ্ধার মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য কার্ড বিতরণ
সরকারি হাসপাতালে বিনামূল্যে পাবেন বিভিন্ন সুযোগ-সুবিধা
- আপলোড টাইম : ০৯:১৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জুলাই যোদ্ধাদের হাত এ কার্ড তুলে দেন। স্বাস্থ্য কার্ড বিতরণকালে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন সার্জন ডা. হাদী জিয় উদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, পরিসংখ্যান কর্মকর্তা আকতার হোসেন এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। এসময় জেলার ৪৫ জন জুলাই যোদ্ধার হাতে কার্ড তুলে দেওয়া হয়।
সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, যেসকল সরকারি সুযোগ-সবিধা আছে, সেগুলো দিতে কোনো কার্পণ্য নেই। সমাজ সেবা অধিদপ্তর থেকে সরকারি অনুদান পাওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারি সুযোগ-সুবিধার মধ্যে থেকে চেষ্টা করা হবে। ‘এ’ ‘বি’ ও ‘সি’ তিনটি ক্যাটাগরিতে গেজেট প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন। আমাদের আন্তরিকতার অভাব নেই। ৪৫ জন হেলথ কার্ড পাচ্ছেন। সরকারি হাসপাতালে যত সুবিধা আছে, তা বিনামূল্যে পাবেন জুলাই যোদ্ধারা।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘আপনাদের বহু অর্জনের মধ্যে এটা ভালো অর্জন। হেলথ কার্ডের সুবিধা নেবেন।’ সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, জেলায় ৪৫ জন হেলথ কার্ডে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা, ওষুধ, টেস্ট ও অ্যাম্বুলেন্সসহ নানাবিধ সুবিধা পাবেন। বেসরকারি পর্যায়ে সুবিধা দেওয়ার বিষয়ে চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণআন্দোলনে চুয়াডাঙ্গা জেলার যেসকল ছাত্র-জনতা আহত হন, তাদের নামে সরকারি গেজেট প্রকাশ ও হেলথ কার্ড বিতরণ করা হলো।