আলমডাঙ্গায় চোরাই লাটাহাম্বার উদ্ধার, গ্রেপ্তার ৫
- আপলোড টাইম : ০৯:০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে চোরাই লাটাহাম্বার উদ্ধার করেছে। এসময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার সোনাতনপুর বাবুপাড়ার মৃত আকবার আলীর ছেলে মো. শুকুর আলী (৪৭) পেশায় একজন লাটাহাম্বার চালক। গত ২৬ ফেব্রুয়ারি রাতে অজ্ঞাতনামারা শুকুর আলীর বাড়ির উঠান থেকে লাটাহাম্বারটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদীর লিখিত এজাহারের পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা থানার মামলা নম্বর ২২, তারিখ ১২/৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়।
মামলা রেকর্ড হওয়ার পর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. আলমগীর কবীর অভিযান পরিচালনা করে আসাননগর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (২৩), বেলগাছি গ্রামের জমশেদ আলীর ছেলে মো. আলী কদর (২৩), বেলগাছি গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. মিলন মিয়া (২৫), সরোজগঞ্জের জয়নাল গাজীর ছেলে মো. শাকিল হোসেন (২৪), সড়াতলা গ্রামের মো. দিপুর ছেলে মো. সাগরকে (২৩) গ্রেপ্তার করা হয়।