ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

কালীগঞ্জে ঠিকাদারকে মারধরের ঘটনায় কৃষক দল নেতার পদ স্থগিত

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৪৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহে টেন্ডারে অংশ নেয়ায় এক যুবককে মারধরের ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তার পদ স্থগিত করা হয়েছে বলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছ। গত শনিবার ঝিনাইদহ জেলা কৃষক দলের সভাপতি মো. ওসমান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। এছাড়া জালাল উদ্দিনের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা-কর্মীদের সকল পর্যায়ে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধর করেন কৃষক দলের নেতা জালাল উদ্দিন। ওই ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা কৃষক দল জালাল উদ্দিনের দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কালীগঞ্জে ঠিকাদারকে মারধরের ঘটনায় কৃষক দল নেতার পদ স্থগিত

আপলোড টাইম : ০৮:৪৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ঝিনাইদহে টেন্ডারে অংশ নেয়ায় এক যুবককে মারধরের ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তার পদ স্থগিত করা হয়েছে বলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছ। গত শনিবার ঝিনাইদহ জেলা কৃষক দলের সভাপতি মো. ওসমান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। এছাড়া জালাল উদ্দিনের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা-কর্মীদের সকল পর্যায়ে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধর করেন কৃষক দলের নেতা জালাল উদ্দিন। ওই ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা কৃষক দল জালাল উদ্দিনের দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।