মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৮:১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর রাতে শহরের ২ নম্বর ওয়ার্ড মুখার্জি পাড়ার নিজ বাসভবন থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্ররা সন্ত্রাস দমন আইনে মামলাটি করেছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে মুখার্জি পাড়ার নিজ বাসভবন থেকে আব্দুস সালামকে আটক করে থানায় নিয়ে আশা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
অভিযোগ রয়েছে, গত ২৮ সেপ্টেম্বর আব্দুস সালাম ফ্যাসিস্ট সরকারের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিজ রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন।