রমেহেরপুরে মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৮:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ‘ভ্যালু চেইন উপ-প্রকল্প’-এর আওতায় মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে একটি মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ওয়ার্কশপ আয়োজন করে আরএমটিপি প্রকল্প ও ওয়েভ ফাউন্ডেশন। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী।
এসময় উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. মোত্তালেব আলী, ডা. হারিছুল আবিদ, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক ডা. শহিদ, ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার শাহ আলমসহ অন্যান্য কর্মকর্তারা। ওয়ার্কশপে নিরাপদ খাদ্য, প্রাণিসম্পদ খাতের নীতিমালা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, অপ্রয়োজনীয় ওষুধ এবং স্টেরয়েড ব্যবহারের অপকারিতা নিয়ে আলোচনা হয়। এছাড়াও, ভ্যাকসিন হাবের প্রয়োজনীয়তা, খাদ্য আইন ও স্টেকহোল্ডারদের দায়িত্বও তুলে ধরা হয়।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী বলেন, ‘আমিষের চাহিদা পূরণে আরএমটিপি ও ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়।’ পরে ওয়ার্কশপ শেষে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।