বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপনে চুয়াডাঙ্গায় একগুচ্ছ কর্মসূচি
- আপলোড টাইম : ০৭:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় আজ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে নববর্ষের দিন সকাল ৮টায় চাঁদমারি মাঠে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সকাল সোয়া ৮টায় একই স্থান থেকে সকল জাতি গোষ্ঠী, ব্যক্তি, পরিবার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক সার্বজনীন শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ডিসি অফিস-কোর্ট মোড়, শহিদ হাসান চত্বর, কবরী রোড হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে শেষ হবে।
পরে সকাল পৌনে ৯টায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে ৩ দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হবে। মেলায় প্রতিদিন বিকেল ৫টা রাত ৮টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও হাসপাতাল ও শিশু সদনে ঐতিহ্যবাহী বাংলা খাবার সরবরাহ করা হবে।
এদিকে, নববর্ষ উপলক্ষে ১২ এপ্রিল জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলা ১১টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও দুপুর ১২টায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় চিত্রাঙ্কন এবং ১৬ এপ্রিল সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অপর দিকে, আগামী ১৬ এপ্রিল অর্থাৎ বৈশাখের ৩য় দিন সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুক্ত মঞ্চে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে। এছাড়াও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনেও নানা কর্মসূচি পালিত হবে।